লৌহওজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের মিঠুসার গ্রামে করোনায় কর্মহীন হয়ে পড়া দুস্থ্য ৩ শতাধিক পরিবারের মাঝে চাল,ডাল তৈল, চিনি, সোলা, মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজ বিতরন করা হয়েছে।
বৃস্পতিবার সকালে উপজেলার মিঠুসার গ্রামের মসজিদ মাঠে খিদিরপাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়ামিন এমিলির পক্ষে ও গৌতম সরকার, মো. আওয়াল হাওলাদার, রিপন মল্লিক, মিলন হাওলাদার, আবুল কালাম হাওলাদার, আবু বাক্কার শেখ, মো. আবুল হাওলাদার, শামীম হাওলাদার ও নান্নু শেখের অর্থায়নে এসব ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি, মো. সিরাজুল ইসলাম মৃধা, আব্দুর রশিদ শিকদার, তোপাজ্জল হোসেন তপন, মো. আবুল কালাম আজাদ, মো: আওলাদ হোসেন, মো. আওয়াল হাওলাদার, মো. রিপন মল্লিক, মো. শামীম হাওলাদর, সেন্টু হাওলাদার, মো. সাগর হাওলাদার, মো. রাসেল হাওলাদার, দীন ইসলাম মীর প্রমুখ। এর আগে তিনি উপজেলার কনকসার ইউনিয়ন, বেজগাওঁ ও খিদির পাড়া ইউনিয়ন পরিষদে চাল বিতরন করেন।