লোহাগাড়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষ : নিহত ৮

লোহাগাড়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে: ৮ জন নিহত

ছবি : সংগৃহীত

দুর্ঘটনা

লোহাগাড়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষ : নিহত ৮

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ২৮ মার্চ, ২০১৯

চট্টগ্রামে লোহাগাড়ায় যাত্রীবাহী বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী। এঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন।

বুধবার রাত দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতির জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিহতরা হলেন : কক্সবাজার সদরের পিএমখালীর ছনখোলা নয়াপাড়া এলাকার বাসিন্দা মো. জিসানের স্ত্রী তসলিমা আক্তার (২০), তাদের কন্যা সন্তান সাদিয়া (২), তসলিমা আক্তারের মা হাসিনা মমতাজ (৪৫), চকরিয়ার মো. নুরুল হুদা (২৫), চট্টগ্রামের লোহাগাড়ার মো. সিরাজুল ইসলামের ছেলে আফজাল হোসেন সোহেল (৩০) ও বাঁশখালীর শেখেরখীল এলাকার মো. সিদ্দিকের ছেলে মো. সায়েম (২২)। দুই জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা বাসের সঙ্গে কক্সবাজার থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়েসহ আটজন নিহত হন। মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধারে করে হাইওয়ে ও লোহাগাড়া থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads