লেস্টার মালিক ভিচাই শ্রীবদ্ধানাপ্রভ মালিক হওয়ার পর আমূল পাল্টে গিয়েছিল লেস্টার সিটি। তারা জেতে ২০১৫-১৬ সালের ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা। সেই মালিককে হারাতে হলো মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায়।
তার সঙ্গে নিহত হয়েছেন আরো চারজন। শনিবার ওয়েস্ট হ্যামের সঙ্গে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচ শেষে হেলিকপ্টারে করে যাচ্ছিলেন শ্রীবদ্ধানাপ্রভ। হেলিকপ্টারটি কিং পাওয়ার স্টেডিয়ামের বাইরে আসার পরপরই আগুনের গোলার মতো বিধ্বংস্ত হয়।
আনুষ্ঠানিকভাবে লেস্টার জানিয়েছে, তাদের ৬০ বছর বয়সী মালিকের নিহত হওয়ার কথা।





