করোনা ভাইরাসকে পুঁজি করে লালমনিরহাটের হাতীবান্ধায় কিছু অসাধু ব্যবসায়ী প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়ানোর অভিযোগে ৬ জন খুচরা ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ শনিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন এ জরিমানা আদায় করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) শামীমা সুলতানা ও হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) শামীমা সুলতানা এর সত্যতা নিশ্চিত করে বলেন, এ অভিযান অব্যহত থাকবে।