• বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ | ২০ চৈত্র ১৪৩১ | ২০ শাওয়াল ১৪৪৬
লালমনিরহাটে গুলিবিদ্ধ 'মাদক ব্যবসায়ী' গ্রেপ্তার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

লালমনিরহাটে গুলিবিদ্ধ 'মাদক ব্যবসায়ী' গ্রেপ্তার

  • লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ সেপ্টেম্বর, ২০১৯

জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়ন থেকে পুলিশের উপর হামলাকারী 'মাদক ব্যবসায়ী' সাইফুল ইসলাম (৩০) গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাত সাড়ে ১১টায় ইউনিয়নের পূর্ব  দিঘলটারী রাবার ড্যাম ব্রিজ এলাকায় ফের পুলিশের উপর হামলা চালালে পুলিশ তাকে গুলি করে।পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করে পুলিশ।

সাইফুল ইসলাম ওই এলাকার ভারতীয় সীমান্তবর্তী ডিক্রিচর গ্রামের নুর কাশেমের ছেলে।

আদিতমারী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, আটক সাইফুল ইসলাম কাঁটাতারের বেড়াহীন ভারতীয় সীমান্ত ঘেঁষা এলাকায় বসবাস করে মাদকসহ পাচারকারী চক্রের সঙ্গে জড়িয়ে পড়ে। কৌশলে সংগ্রহ করে ভারত-বাংলাদেশের ভোটার আইডি কার্ড। অপরাধ সংগঠনের পরপরই কৌশলে ভারতে অবস্থান নেওয়ায় এর আগে তাকে গ্রেপ্তার করতে একাধিকবার অভিযান চালিয়েও ব্যর্থ হয় পুলিশ। এর মধ্যে একটি অভিযানে উপ পরিদর্শক (এসআই) জাহিদকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় সে।

গত রোববার রাতে সাইফুলকে গ্রেপ্তারে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মিজানুর রহমান মিজান সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের ওপর হামলা করে পালানোর চেষ্টা করলে পুলিশ ৫ রাউন্ড রাবার বুলেট ছুড়লে সাইফুলের দুই পা গুলিবিদ্ধ হয়। পরে পুলিশ তাকে আটক করে হাসপাতালে ভর্তি করে।

এ সময় ঘটনাস্থল থেকে ৫০ বোতল ফেনসিডিল ও কয়েকটি দেশি অস্ত্র উদ্ধার করে।এ সময় সন্ত্রাসীদের হামলায় এক এসআইসহ তিন পুলিশ সদস্য আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

গ্রেপ্তার সাইফুলের বিরুদ্ধে থানায় দু’টি মামলা রয়েছে। গতকাল সোমবার তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads