দুর্ঘটনা

লালপুরে নারী-পুরুষের লাশ উদ্ধার

  • ''
  • প্রকাশিত ৮ অক্টোবর, ২০২৩

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে পৃথক এলাকা থেকে সুমাইয়া নামের এক নারী ও দুলাল কুমার নামের এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৮ অক্টোবর) ভোরে উপজেলার বৈদ্যনাথপুর ও হাফানিয়া গ্রাম এঘটনা ঘটে।

উদ্ধারকৃতরা হলো উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের আসিফের স্ত্রী সুমাইয়া (২০) ও হাফানিয়া গ্রামের গীরেন চন্দ্রের ছেলে দুলাল কুমার (৫৮)।

স্থানীয় ও লালপুর থানা সূত্রে জানা যায়,সুমাইয়া রাতের কোন এক সময়ে ঘরের ফ্যানের সাথে ওড়না বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অপর দিকে দুলাল কুমার রাত ২ টার দিকে নিজ ঘরের তীরের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে লালপুর থানা পুলিশ লাশ উদ্ধার  করে থানায় নিয়ে আশে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান,দুটো লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে,ইউডি মামলা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads