লামায় ১৬ হাজার ৭৮৯ জন ভোটারকে স্মার্ট কার্ড দেয়া হচ্ছে

স্মার্ট কার্ড নিচ্ছেন লামা পৌরসভার ভোটাররা

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

লামায় ১৬ হাজার ৭৮৯ জন ভোটারকে স্মার্ট কার্ড দেয়া হচ্ছে

  • লামা (বান্দরবান) প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ অক্টোবর, ২০১৮

বান্দরবানের লামা পৌরসভা ও সদর ইউনিয়নের ১৬ হাজার ৭৮৯ জন ভোটার উন্নত মানের জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড পেতে যাচ্ছেন। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ গত রোববার লামা উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

লামা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার থেকে আগামী ৫ নভেম্বর সোমবার পর্যন্ত লামা পৌরসভা ও সদর ইউনিয়নের ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ চলবে।

লামা পৌরসভার ১২ হাজার ৬৩১জন ভোটারকে ৩০ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত লামা পৌরসভার মধুঝিরিস্থ কার্যালয়ে ধারাবাহিকভাবে স্মার্ট পরিচয়পত্র দেয়া হবে। লামা সদর ইউনিয়নের ৪ হাজার ১৫৮ জন ভোটারকে ৪ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত মেরাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট পরিচয়পত্র দেয়া হবে।

লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম বলেন, পৌরসভার ভোটাররা যেন সহজেই স্মার্ট পরিচয়পত্র নিতে পারে সে জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা ১০টি বুথে পরিচয়পত্র বিতরণ করা হচ্ছে। এছাড়া পৌরসভার প্রচুর স্বেচ্ছাসেবক কার্ড বিতরণ কাজে নির্বাচন কমিশনের লোকজনকে সহায়তা করে যাচ্ছে।   

উপজেলা নির্বাচন কর্মকর্তা নববিন্দু নারায়ন চাকমা বলেন, এখন আমরা ১টি পৌরসভা ও ১টি ইউনিয়নে স্মার্ট পরিচয়পত্র বিতরণ করছি। উপজেলার বাকী ৬টি ইউনিয়নে নভেম্বরের মধ্যে পরিচয়পত্র বিতরণ করতে ফাইল তৈরি করে নির্বাচন কমিশনের কাছে অনুমোদনের জন্য প্রেরণ করা হয়েছে। অনুমতি পেলে জাতীয় সংসদ নির্বাচনের আগেই অন্যান্য ৬টি ইউনিয়নেও পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু করা হবে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads