লামায় পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের লাশ

ছবি: প্রতিনিধির

সারা দেশ

লামায় পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের লাশ

  • লামা (বান্দরবান) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ মে, ২০২২

বান্দরবানের লামার আজিজনগরে পুকুর থেকে আব্দুল্লাহ(২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ৭ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ইসলাম পুরের মৃত আলিম উদ্দিনের ছেলে।

আজিজনগর ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক শামীম শেখ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছেলেটি প্রতিবন্ধী এবং এলাকাবাসী থেকে শুনলাম তার মিরকী রোগও রয়েছে। সকালে এলাকাবাসীরা পুকুড় পাড়ে লাশটি দেখে ক্যাম্পে খবর দিলে ফোর্স পাঠিয়ে তাকে উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মিরকী রোগের কারনে হয়তো তার মুত্যু হয়েছে।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ( ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী জানান, উদ্ধারের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে এ বিষয়ে থানায় এখনও কেউ অভিযোগ দায়ের করেনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads