‘সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামা উপজেলায় ৪৭তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ রোববার উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। পরে সেখান থেকে স্থানীয় বিভিন্ন সমবায় সমিতির অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে লামা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে র্যালিটি শেষ হয়। র্যালি শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমবায় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী।
আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা নুরে আলম, উপজেলা সমবায় কর্মকর্তা জাবেদ মীরজাদা, লামা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. রফিক উদ্দিন, উপজেলার বিভিন্ন কর্মকর্তারা, বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের সভাপতি/সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।