লামায় আগুনে ৩১ দোকান পুড়ে ছাই

বান্দরবানের লামার রুপসীপাড়া বাজারে সোমবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

লামায় আগুনে ৩১ দোকান পুড়ে ছাই

  • লামা (বান্দরবান) প্রতিনিধি
  • প্রকাশিত ৫ ফেব্রুয়ারি, ২০১৯

বান্দরবানের লামার রুপসীপাড়া বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে ৩১টি দোকান ভস্মীভূত হয়েছে।  সোমবার দিবাগত রাত ৩টা ৪০মিনিটে আগুনের সূত্রপাত হয়।  এরপরে স্থানীয় জনতা ও রুপসীপাড়া ক্যাম্পের সেনাবাহিনী টিম আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে লামা ও আলীকদম ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকারও বেশি বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা।  

লামা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নয়ন জীব চাকমা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। রাত ৩টা ৫০মিনিটে খবর পেয়ে আমরা সাড়ে ৪টায় ঘটনাস্থলে উপস্থিত হই। দোকানগুলো টিন ও কাঠের হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ৩১টি দোকান পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মতিউর রহমান, আবেদ আলীসহ অনেকে বলেন, আমরা সর্বশান্ত হয়ে গেছি। কোনো মাল বের করতে পারিনি। ব্যাংক ও এনজিও ঋণ নিয়ে ব্যবসা করি। কিভাবে নিজের পরিবার চালাব ও ঋণের টাকা শোধ করব জানি না।

রুপসীপাড়া বাজার কমিটির সভাপতি আব্দুস সাত্তার গাজী বলেন, আমার ফার্মেসি সহ মোট ৩১টি দোকান আগুনে পুড়ে গেছে। গভীর রাতে আগুন লাগার কারণে কোনো মালামাল বের করা সম্ভব হয়নি। ব্যবসায়ীরা সর্বশান্ত হয়ে গেছে। আমরা সরকার ও পার্বত্য মন্ত্রীর কাছে সহায়তা চাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মধ্যরাতে আগুন লাগার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশী হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads