সোশ্যাল মিডিয়া

লাইভের ফিচার আসছে লিঙ্কডইনে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৩ ফেব্রুয়ারি, ২০১৯

ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে রয়েছে লাইভ ফিচার। ফিচারটি ব্যবহার করে ব্যবহারকারীরা সরাসরি ভিডিও স্ট্রিমিং করতে পারবেন। এবার ফিচারটি চালু করতে যাচ্ছে পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম লিঙ্কডইন। ফলে এখন থেকে মাধ্যমটিতে ফেসবুক, ইউটিউবের মতো ভিডিও লাইভ করা যাবে। পেশাজীবীদের কাছে দারুণ জনপ্রিয় লিঙ্কডইন। শুরু থেকেই এটি জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছে। বর্তমানে বিশ্বে অন্তত ৬০ কোটি ব্যবহারকারী রয়েছেন লিঙ্কডইনের।

ভিডিও স্ট্রিমিং ফিচারটি এখন শুধু যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। যেখানে সেবাটি ব্যবহারে ‘ইনভাইট অনলি’ বা শুধু বাছাই করা ব্যক্তি বা গ্রুপই এটি ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল এক প্রতিবেদনে জানিয়েছে, ফিচারটি এখনো চূড়ান্ত করা হয়নি। এর উন্নয়নে লিঙ্কডইন এখনো কাজ করছে। এটি বেটা হিসেবে যুক্তরাষ্ট্রে চালু হয়েছে। তবে অল্প সময়ের মধ্যে এটি বিশ্বের অন্যান্য প্রান্তের গ্রাহকরাও ব্যবহার করতে পারবেন।

লিঙ্কডইনে ভিডিও স্ট্রিমিং সেবা দিতে প্রতিষ্ঠানটি এখন বেশ কিছু থার্ড পার্টি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে। এমন লাইভ স্ট্রিমিং সার্ভিস দিতে প্রতিষ্ঠানটি আরো অনেক প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করার পরিকল্পনার কথাও জানায়।

এরই মধ্যে ব্যবহারকারীরা ফিচারটি নিয়ে অপেক্ষার প্রহর গুনতে শুরু করেছেন। ফিচারটি নিয়ে তাদের মধ্যে উচ্ছ্বাসও দেখা গেছে। অনেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ফিচারটি নিয়ে পোস্টও দিয়েছেন। এর আগে ২০১৬ সালে ২৬০০ কোটি ডলারে লিঙ্কডইন কিনে নেয় মাইক্রোসফট।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads