লাইফ সাপোর্টে এরশাদ

সংগৃহীত ছবি

জাতীয়

লাইফ সাপোর্টে এরশাদ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৪ জুলাই, ২০১৯

সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সোয়া চারটায় তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

সিএমএইচয়ের চিকিৎসকদের বরাত দিয়ে গণমাধ্যমকে এমন তথ্য জানান দলটির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় এরশাদের শারীরিক সর্বশেষ অবস্থা গণমাধ্যমকে জানান জি এম কাদের। জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

এ সময় জিএম কাদের বলেন, এরশাদের শারীরিক অবস্থার লক্ষণ ‘শুভ নয়’। ফুসফুস ও কিডনির সংক্রমনের উন্নতি যতটা হওয়ার কথা ছিল, ততটা হয়নি।

তিনি বলেন, সিঙ্গাপুরে নেওয়ার মতো শারীরিক অবস্থা নেই এরশাদের। আর সিঙ্গাপুর নেওয়া হলেও এরশাদের উপকার হবে কি না তাতে ‘সন্দেহের অবকাশ’ রয়েছে।

দুপুরে ছেলে সাদ এরশাদকে নিয়ে সিএমএইচে যান রওশন এরশাদ।

এরশাদের শারীরিক অবস্থা নিয়ে রওশন বলেন, “ওনার রক্তের একটা সমস্যা ছিল, সে সমস্যাটার সঙ্গে বয়স দুটো মিলে অনেক বেশি কমপ্লিকেশন হয়ে যাচ্ছে। এখন আস্তে আস্তে সব অর্গানগুলো উইক হয়ে যাচ্ছে। ডাক্তাররা সর্বোতভাবে চেষ্টা করেছেন।”

গত ২৬ জুন শারীরিক অবস্থা খারাপ হওয়ায় সংসদের বিরোধী দলীয় নেতা এরশাদকে সিএমএইচে ভর্তি করা হয়। রক্তে হিমোগ্লোবিন স্বল্পতা, লিভারে সমস্যা, রক্তে সংক্রমণসহ নানা বার্ধক্যজনিত রোগে ভুগছেন ৮৯ বছর বয়সী এ রাজনৈতিক নেতা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads