লক্ষ্মীপুরে শিশু ধর্ষণের চেষ্টা

লক্ষ্মীপুর ম্যাপ

সারা দেশ

লক্ষ্মীপুরে শিশু ধর্ষণের চেষ্টা

অটোরিক্সা চালক আটক

  • লক্ষ্মীপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ জুন, ২০১৯

দশ বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার ঘটনায় দুলাল (৩০) নামে এক অটোচালককে আটক করেছে পুলিশ। তার বাড়ি সদর উপজেলার রাজীবপুর গ্রামে।

আজ রোববার (১৬ জুন) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলা ভবানীগঞ্জ এলাকার আব্দুল্যাপুর গ্রামে মোল্লা বাড়ির পাশে একটি সুপারী বাগানে এঘটনাটি ঘটে।

স্থানীয় এলাকাবাসী জানায়, লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনী থেকে তোরাবগঞ্জ যাওয়ার উদ্দেশ্যেই অটোচালকে গাড়িতে ওঠে ওয়াপদা অফিস নামক স্থানে সকল যাত্রীদের নামিয়ে দেয় অটোচালক। পরে চালক কৌশলে আব্দুল্যাপুর মোল্লা বাড়ির বাগানে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে স্থানীরা এসে শিশুটিকে উদ্ধার করে এবং চালক দুলালকে আটক করে।

ভবানীগঞ্জ ইউপি সদস্য মোহসীন মোল্লা জানান, সকাল ১০ টায় আব্দুল্যাপুর মোল্লা বাড়ি বাগান থেকে শিশুটিকে ও গাড়ি চালক দুলালকে আটক রেখে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর ইসলাম মিয়া জানান, বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। তবে শিশুটিকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। অটোচালককে থানায় আটক রাখা হয়েছে এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads