লক্ষ্মীপুরে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আহত হয়েছে ২ জন। তাদের মধ্যে একজন ছাত্রলীগ অপর একজন যুবলীগ কর্মী বলে স্থানীয় ভাবে দাবী করা হয়েছে।
আজ শনিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টায় সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষনিক নিহতের নাম পরিচয় জানা যায়নি।
আহতরা হলেন, বড়ালিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে ছাত্রলীগ কর্মী জহিরুল ইসলাম (২১) । লালপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে যুবলীগ কর্মী রাকিব হোসেন (২৬) ।
পুলিশ ও স্থানীয়রা জানান, লক্ষ্মীপুর-৩ (সদর) সংসদীয় আসনের বড়লিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে গোলাগুলি হয়। এতে ঘটনাস্থলেই একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এছাড়াও জহির ও রাকিবসহ কয়েকজন আহত হয়। খবর পেয়ে পুলিশ কেন্দ্রের পিছনের ডোবা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ভোট কেন্দ্রের পিছন থেকে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত রোববার সকাল সাড়ে নয়টার পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।