রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশিত ৪ অক্টোবর, ২০১৯

রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ।

তিনি বলেন, শুধু মানবিক কারণে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশ। তাদের প্রত্যাবসন এখন অত্যন্ত জরুরি। রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশেরই সমস্যা নয় পুরো বিশ্বেরই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অচিরেই এর সমাধান তা না হলে শুধু বাংলাদেশই নয় পুরো রিজিয়ন টেরোরিস্টের আড্ডায় পরিণত হয়ে যেতে পারে। তাই রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সব দেশকেই এগিয়ে আসতেই হবে।

বৃহস্পতিবার বিকেলে ঢাকার দোহারে মধুরখোলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে নিষিদ্ধ ক্যাসিনো (জুয়া)  বিস্তাররোধে অভিযান চলছে। যারা এর সাথে জড়িত সে যত বড় গডফাদারই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় নয়।

এর আগে সরকারী পদ্মা বিশ্ববিদ্যালয় কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন তিনি। এসময় মন্ত্রী আরও বলেন, ২০৩০ সালের মধ্যে আমরা বাংলাদেশকে একটি শতভাগ শিক্ষিত জাতি উপহার দিতে চাই। ২০০১ সালে আমরা যখন ক্ষমতা থেকে ছেড়ে যাই তখন শিক্ষার হার ছিল ৬৫ ভাগ। ২০০৮ সালে যখন ক্ষমতায় এসে শিক্ষার হার পাই ৪৫ ভাগ। প্রধানমন্ত্রী তার দক্ষ নেতৃত্বে এ অবস্থা থেকে দেশকে এগিয়ে নিয়ে গিয়েছেন। আগামী প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমেই প্রাথমিক স্কুলগুলোকে জাতীয়করণ করেছিলেন। আর আমাদের প্রধানমন্ত্রী ২৯ হাজার প্রাথমিক স্কুলকে জাতীয়করণ করেছেন। উদ্দেশ্য একটাই বাংলাদেশকে একটি সম্ভাবনাময় দেশ হিসেবে বিশ্বের দরবারে গড়ে তোলা। যে বাংলাদেশ উন্নত দেশের কাতারে যাবে। আমরা আমাদের প্রজন্মের কাছে একটি একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে চাই যে বাংলাদেশ নিয়ে সবাই গর্ব করতে পারে। যে বাংলাদেশ নিয়ে সবাই মাথা উচু করে কথা বলবে।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা’র সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন সরকারী পদ্মা কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক তত্বাবধায়ক সরকারের ধর্ম ও স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডা. এ. আর. খান, সরকারী পদ্মা কলেজের সাধারন সম্পাদক ভূমি অধিদপ্তরের মহাপরিচালক (আইজিআর) ড. খান মোহাম্মদ আব্দুল মান্নান, ঢাকা জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার, র‌্যাব-১১ ক্যাম্প কমান্ডার এএসপি মো. এনায়েতুল্লাহ মান্নান, দোহার উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads