উইন্ডোজের জন্য পরীক্ষামূলকভাবে রোবট অপারেটিং সিস্টেম (আরওএস) তৈরিতে কাজ করছে মাইক্রোসফট। এ উদ্দেশ্যে আরওএস ইন্ডাস্ট্রিয়াল কনসোর্টিয়ামে যুক্ত হয়েছে প্রতিষ্ঠানটি। রোবটের বাণিজ্যিক ব্যবহারের জন্য আরওএসের ব্যবহার বাড়াতে কাজ করছে এ সংগঠনটি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট জেডডিনেট জানিয়েছে, আরওএস ওয়ান উন্মুক্ত করতে আরওএস কনসোর্টিয়ামের সঙ্গে কাজ করছে মাইক্রোসফট।
মূলত জটিল ধরনের কাজ করতে পারে, এমন রোবটের জন্য বিভিন্ন প্রোগ্রাম এবং টুল থাকে আরওএসে। লিনাক্সে আরওএস এরই মধ্যে যুক্ত করা হলেও উইন্ডোজ অপারেটিং সিস্টেমে এমন কিছু ছিল না। আর তাই উইন্ডোজ অপারেটিং সিস্টেমভিত্তিক রোবট তৈরির জন্য এ উদ্যোগ গ্রহণ করেছে মাইক্রোসফট। এরই মধ্যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কোর আরওএস যুক্ত করা হয়েছে বলেও জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।
এক্ষেত্রে মাইক্রোসফটের লক্ষ্য হলো রোবট তৈরির কাজে ভিজুয়াল স্টুডিও এবং ক্লাউডভিত্তিক বিভিন্ন সেবা (অ্যাজিউর কগনিটিভ সার্ভিসেস, উইন্ডোজ মেশিন লার্নিং, অ্যাজিউর আইওটি) ব্যবহারের সুযোগ তৈরি করা।
এ বছর অনুষ্ঠিত আরওএস কনফারেন্সে রোবটিকস টার্টেলবট ৩ নামের একটি রোবট যা ‘মেলোডিক মরেনিয়া’ নামক আরওএস ব্যবহার করে তৈরি করা হয়েছে। এটি উইন্ডোজ ১০ আইওটি এন্টারপ্রাইজের সঙ্গে ব্যবহার করা হয়েছে বলেও জানানো হয়েছে ভিজুয়াল স্টুডিওর ওয়েবসাইটে।