রোটারী ক্লাব অব হাজীগঞ্জের উদ্যোগে ২টি দুস্থ পরিবারকে ঘর প্রদান

চাঁদপুরে রোটারী ক্লাব অব হাজীগঞ্জের পক্ষে বিল্লাল হোসেনের হাতে ঘরের চাবি তুলে দিচ্ছেন পৌরসভার মেয়র আ. স. ম মাহবুব-উল আলম লিপন। পাশে রোটারী ক্লাব অব হাজীগঞ্জের প্রেসিডেন্ট রোটা. ইঞ্জি. মাসুদ ইবনে মিজান নিশান রহমানসহ অতিথিবৃন্দ।

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

রোটারী ক্লাব অব হাজীগঞ্জের উদ্যোগে ২টি দুস্থ পরিবারকে ঘর প্রদান

  • মো. মহিউদ্দিন আল আজাদ, চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২২ নভেম্বর, ২০২০

চাঁদপুরে রোটারী ক্লাব অব হাজীগঞ্জের উদ্যোগে ২টি দ‍ুস্থ পরিবারকে ২টি নতুন ঘর করে দেয়া হয়েছে।

আজ রোববার সকালে ২টি ঘরের চাবি পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে তুলে দেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ. স. ম মাহবুব-উল আলম লিপন।

ঘর প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব হাজীগঞ্জের প্রেসিডেন্ট রোটা. ইঞ্জি. মাসুদ ইবনে মিজান নিশান রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটা. জাফর আহমাদ, রোটা. মানিক রায়, রোটা. নূর এ রহমান নবীন, স্থানীয়গন্যমান্য ব্যক্তিদের মাঝে উপস্থিত ছিলেন আবুল হাসেম বেপারী, আনোয়ার মুদি, আলমগীর মুদি, হাজী রুহুলম আমিন।

রোটারী ক্লাব অব হাজীগঞ্জের উদ্যোগে পৌরসভার ৩নং ওয়ার্ডের অসহায় বিল্লাল হোসেন ও মৃত আ. রহমের পরিবারকে ঘর প্রদান করা হয়।

রোটারী ক্লাব অব. হাজীগঞ্জের প্রেসিডেন্ট রোটা. ইঞ্জি. মাসুদ ইবনে মিজান নিশান রহমান জানান, রোটারী ক্লাব অব. হাজীগঞ্জের উদ্যোগে বিভিন্ন সামাজিক কর্মকা-ের আওতায় মানুষকে যে সেবা প্রদান করা হচ্ছে তার আলোকেই এ দুটি অসহায় পরিবারকে ঘর প্রদান করা হলো।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর মেয়র আ. স. ম মাহবুব-উল আলম লিপন এলাকাবাসির সাথে কুশল বিনিময় করে বলেন, আমি করোনা ভাইরাসের শুরু থেকে মাঠে আছি এবং ভবিষ্যতেও থাকবো। আপনারা আমার পাশে থাকবেন এবং এলাকার উন্নয়ণে সার্বিক সহযোগিতা করে যাবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads