অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন করেছে মাদারীপুরের কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটি। আজ শুক্রবার সকালে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান দোদুল, রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা আহব্বায়ক এইচ এম মিলন, সভাপতি মো. জাফরুল হাসান, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন ফকির লিটন, সাংগঠনিক সম্পাদক আবির হাসান পারভেজ, সহসভাপতি হারুন-অর রসিদ, আতিকুর রহমার আজাদ, আশরাফুর রহমান হাকিম,মাসুদ আহমেদ কায়ুম, সৈয়দ শামিম, সৈয়দ রাকিবুল ও রমিজ আল হাসান প্রমুখ।