রাজধানীর মিরপুরের রূপনগরের 'ত' ব্লকের বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট।
বুধবার ( ১১ মার্চ) সকাল ৯টা ৪৫ মিনিটে এ আগুনের সূত্রপাত ঘটে বলে জানা যায়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল ৯টা ৪৫ মিনিটে রূপনগর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে প্রথমে আমাদের ১১টি ইউনিট পরে পর্যায়ক্রমে ১৬ এবং ২২টি ইউনিট সেখানে কাজ শুরু করে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।