মাসুদ রানা
মাউস, তথ্যপ্রযুক্তি জগতে খুবই পরিচিত একটি নাম। কারণ, কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে মাউসের প্রয়োজন অপরিহার্য। তাই মাউস নিয়েও নিত্য নতুন গবেষণা হচ্ছে, দিনকে দিন উন্নত করা হচ্ছে এই প্রযুক্তি পণ্যকেও। যার ধারাবাহিকতায় তারযুক্ত মাউস থেকে তারহীন। তারহীনের পর রিচার্জেবল।
বাংলাদেশে আরো আগেই তারহীন মাউসের ব্যবহার শুরু হয়েছে। তবে তারহীন এসব মাউস পরিচালনা করতে ব্যাটারি ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে বেশি দুরূহ হয়ে যায় গেমারদের জন্য। কারণ, ব্যাটারি খরচটা অনেক বেশি হয়ে যায়। তাই ব্যাটারি কেনার সেই কস্ট লাঘব করতে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যেই বাজারে এনেছে তারহীন রিচার্জেবল মাউস। বাজারে পাওয়া যায় এমন কয়েকটি তারহীন রিচার্জেবল মাউসের বিস্তারিত তথ্য নিয়ে এই আয়োজন-
রাপু এমটি ৭৫০
লেজার সেন্সর ও ৯টি বোতামের শক্তিশালী ফাংশন সমৃদ্ধ রাপু ব্র্যান্ডের রিচার্জেবল মাউস নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। রাপু এমটি ৭৫০ মডেলের এই মাউসটিতে ব্যবহার করা হয়েছে রিচার্জেবল ৪৫০ এমএএইচ লিথিয়ান ব্যাটারি। যার কারণে মাউসটি একবার চার্জ করলেই চালানো যাবে পুরো এক মাস।
এ ছাড়া মাউসটির আরেকটি সুবিধা হচ্ছে এতে রয়েছে ট্রাই মোড প্রযুক্তি। নতুন এই প্রযুক্তিতে তিনটি মোড ওয়্যারলেস ২.৪ জি, ব্লুটুথ ৩.০
এবং ব্লুটুথ ৪.০ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যার মাধ্যমে ব্যবহারকারী একই সঙ্গে তিনটি ডিভাইসে কাজ করতে পারবেন। এ ছাড়া মাউসটিতে আরো রয়েছে ১০ মিটার ওয়্যারলেস রেঞ্জ এবং ৬০০ থেকে ৩২০০ ডিপিআই অ্যাডজাস্টমেন্ট সুবিধা।
এফোরটেক ‘জি১১-৫৭০এইচএক্স’
উন্নতমানের প্রযুক্তি পণ্যের সুপরিচিত এফোরটেক ব্র্যান্ডের রিচার্জেবল মাউস জি১১-৫৭০এইচএক্স। ২ দশমিক ২৭ আউন্স বা মাত্র ৭৭ গ্রাম ওজনের এই মাউসটিতে আছে ইউএসবি চার্জযোগ্য রিচার্জেবল ব্যাটারি।
মাউসটির স্ক্রল হুইলে আছে লাল বর্ণের লাইট। এটি ব্যাটারি চার্জের অবস্থা জানাতে বিভিন্ন নির্দেশনা প্রদান করে। ওয়্যারলেস এ মাউসটি রিসিভার থেকে সর্বোচ্চ ১৫ মিটার দূরত্বেও কাজ করে। ৮০০ থেকে দুই হাজার ডিপিআই সমৃদ্ধ এই মাউসগুলো দিয়ে দৈনন্দিন সব কাজই করা যাবে।
১ হাজার ৫০০ টাকা মূল্যের ৭ বাটনের এই মাউসটিতে ডুয়্যাল অপটিক লেন্সের হোললেস ইঞ্জিন ব্যবহূত হয়েছে, যা ময়লা এবং তরল জাতীয় পদার্থ থেকে মাউসের সেন্সরকে সুরক্ষিত রাখে। তাই দীর্ঘদিন মাউসটি ব্যবহারেও উচ্চমাত্রায় নির্ভুল ও নিখুঁত নির্দেশনা প্রদান করে। এ ছাড়া মাউসটিতে আরো আছে পাওয়ার সেভিং ম্যানেজমেন্ট, নো ল্যাগ প্রযুক্তি এবং ফোরওয়ে হুইল ফিচার।
ওয়ালটন
প্রযুক্তিবিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে নিত্যনতুন পণ্য উৎপাদন করে চলেছে দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। সম্প্রতি দেশের বাজারে সাত মডেলের রিচার্জেবল ওয়্যারলেস মাউস এনেছে প্রতিষ্ঠানটি। এসব মাউসে দেওয়া হয়েছে রিচার্জেবল ব্যাটারি। ইউএসবি পোর্টের মাধ্যমে কম্পিউটার বা ল্যাপটপে সংযোগ দিয়ে চার্জ দেওয়া যাবে।
৪টি কি-যুক্ত ৮০০ থেকে ১৬০০ ডিপিআই সমৃদ্ধ এই মাউসগুলো দিয়ে দৈনন্দিন সব কাজের পাশাপাশি গেমও খেলা যাবে। এই মাউসগুলোর দাম পড়বে ৩৯৫ থেকে ৭৫০ টাকা। এর মধ্যে দুটি মডেলের ওয়্যারলেস মাউসে রয়েছে ব্যাকলাইট।
এ ছাড়া ওয়ালটনের এলইডি গেমিং মাউসের মধ্যে রয়েছে দুটি মডেল। ৬টি কি-যুক্ত ৭টি এলইডি ব্যাকলাইট কালারের এই মাউসের দাম যথাক্রমে ৪৯৫ এবং ৫৫০ টাকা। ১০০০ থেকে ৩২০০ ডিপিআই সমৃদ্ধ এই মাউসের বাটনগুলোর মধ্যে রয়েছে লেফট, রাইট, হুইল, ডিপিআই, ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড। ব্যবহারকারী তার প্রয়োজনমতো ডিপিআই পরিবর্তন করে নিতে পারবেন। সব ধরনের ওয়ালটন মাউসে রয়েছে ৬ মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।