রায়পুরে ১২ মণ জাটকা জব্দ

সংগৃহীত ছবি

সারা দেশ

রায়পুরে ১২ মণ জাটকা জব্দ

  • লক্ষ্মীপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২০ জানুয়ারি, ২০১৯

লক্ষ্মীপুরের রায়পুরে অভিযান চালিয়ে একটি নৌকাসহ ৫০০ কেজি (১২ মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। আজ রোববার সকালে উপজেলার চরবংশী মেঘনা নদীর চান্দার খাল এলাকায় অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।

রায়পুর সিনিয়র উপজেলার মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, জব্দ হওয়া জাটকাগুলো রোববার দুপুরে এতিম ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।

এ ব্যাপারে রায়পুর উপজেলায় মেঘনা নদী এলাকার দায়িত্বে থাকা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার (সিসি) মইনুল ইসলাম সাংবাদিকদের জানান, জাটকা ধরার খবর পেয়ে অভিযান চালাই। বিষয়টি টের পেয়ে জেলে ও অসাধু জাটকা বিক্রেতারা নৌকা রেখে পালিয়ে যায় অসাধু কয়েকজন জেলে। এ সময় ওই নৌকায় তল্লাশি চালিয়ে ১২ মণ জাটকাসহ নৌকাটি জব্দ করে মৎস্য কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads