রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণ, প্রতিবাদ করায় নারীকে কুপিয়ে আহত

প্রতীকী ছবি

সারা দেশ

রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণ, প্রতিবাদ করায় নারীকে কুপিয়ে আহত

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ২ জানুয়ারি, ২০২০

নরসিংদীর মনোহরদীতে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে জাহানারা বেগম (৩৫) নামে এক নারীকে কুপিয়েছে প্রতিবেশীরা। বুধবার দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নের পাঁচহাটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে আহতের স্বামী আবদুল কাদির বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে  থানায় একটি মামলা দায়ের করেন।

আসামিরা হলেন- উপজেলার বড়চাপা ইউনিয়নের পাঁচহাটি গ্রামের মৃত আবদুর আওয়ালের ছেলে আবুদর রহমান (৪০) ও আবদুর বাতেন (৩৬), কৃষপুর গ্রামের  হাদীউল ইসলামের স্ত্রী জাহানারা বেগম (৪৫) ও ছেলে রোমান মিয়া (২৪), আবদুর বাতেনের স্ত্রী তাহমিনা আক্তার (৩২), আবুদর রহমানের স্ত্রী শরীফা আক্তার (৩৫) ও মৃত আবদুর আওয়ালের স্ত্রী সাইফুন্নেছা (৭০)।

মামলার এজাহার থেকে জানা যায়, পাঁচহাটি গ্রামের আবদুর কাদির ও আবদুর রহমানের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছে। আবদুর কাদিরকে পাকা সড়কে ওঠার জন্য আবদুর রহমানের জমির উপর দিয়ে যেতে হয়। কিন্তু আবদুর রহমান বুধবার দুপরে রাস্তা না দিয়েই জমির উপর দেয়াল তুলতেছিলেন। এ সময় আবদুর কাদিরের স্ত্রী তাদের সামনে গেলে আবদুর রহমান ও তার লোকেরা তাকে গালিগালাজ করে। গালিগালাজের প্রতিবাদ করলে আবদুর রহমান তাকে দা দিয়ে মাথায় কোপ দেয় এবং অন্যরা রড দিয়ে তাকে মারধর করে। এসময় জাহানারা বেগমের স্বর্ণ অলঙ্কার ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। পরে জাহানারা বেগমের চিৎকারে প্রতিবেশীরা এগিযে এসে তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতারে প্রেরণ করে।

আহতের স্বামী আবদুর কাদির বলেন, আমাদের পাকা রাস্তায় যাওয়ার জন্য ৩ জনের জমির উপর দিয়ে যেতে হয়। এর মধ্যে দুইজন আমাদের রাস্তার জন্য জমি দিয়েছে। কিন্তু আবদুর রহমান রাস্তার জমি না দিয়ে রাস্তা বন্ধের জন্য দেয়াল নির্মাণ করে। আর তার প্রতিবাদ করলে আমার স্ত্রীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।

তবে অভিযোগ অস্বীকার করে আবদুর রহমান বলেন, তাদের উপর আমরা কোন হামলা করেনি। তারা আমাদের দেয়াল নির্মাণে বাধা দিয়ে ৪ লাখ টাকা চাদা দাবী করেছিলেন। আমরা চাদা না দেওয়ায় তারা এই হামলার ঘটনা সাজিয়েছে। বরং দেয়াল নির্মানের সময় তাদের হামলায় আমার মা ও স্ত্রী আহত হয়েছে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads