ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন চৌধুরীর (৬৮) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার সকালে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও এলাকায় তার দাফন সম্পন্ন করার আগে রাষ্ট্রীয় সম্মাননা দেন সদর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব বালিয়াডাঙ্গী) আব্দুল্লাহ আল মামুন ও বালিয়াডাঙ্গী থানার পুলিশ ফোর্স। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সদস্যগণ উপস্থিত ছিলেন।
অসুস্থতাজনিত কারণে গতকাল বৃহস্পতিবার রাতে নিজ বাসায় ৬৮ বছর বয়সে ইন্তেকাল করেন বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন চৌধুরী।