রামগঞ্জে নিখোঁজ মাদ্রাসা ছাত্রী সাত দিনেও উদ্ধার হয়নি

মাদরাসা শিক্ষার্থী জান্নাত আক্তার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

রামগঞ্জে নিখোঁজ মাদ্রাসা ছাত্রী সাত দিনেও উদ্ধার হয়নি

  • লক্ষ্মীপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ জানুয়ারি, ২০১৯

লক্ষ্মীপুরের রামগঞ্জে জান্নাত আক্তার নামের এক মাদ্রাসা ছাত্রীকে সাতদিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ।  জান্নাত উপজেলার চৌমুহনী ফয়েজ আম আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী।

এ ব্যাপারে জান্নাত আক্তারের বাবা গত ১০ জানুয়ারী রামগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করলেও রামগঞ্জ থানা পুলিশ এখনো উদ্ধার করতে পারেনি।

এদিকে একমাত্র মেয়ের খোঁজে ও অজানা আশঙ্কায় বাবা-মাসহ নিকটাত্মীয়রা হতাশায় রয়েছেন বলে জানা গেছে। নিখোঁজ জান্নাত রামগঞ্জ পৌর কাজিরখিল গ্রামের বড় বাড়ির মো. আবু বকরের মেয়ে।

নিখোঁজ দাখিল পরীক্ষার্থীর বাবা আবু বকর জানান, গত ১০ জানুয়ারী বৃহস্পতিবার মাদ্রাসায় কোচিং ক্লাসের কথা বলে ঘর থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয় জান্নাত আক্তার। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে।  আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও গত এক সপ্তাহেও তার খোঁজ পাওয়া যায়নি।

এ ব্যাপারে রামগঞ্জ থানার এ এস আই ও তদন্তকারী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, আমরা স্থানীয়ভাবে তদন্ত করেছি। সন্দেহভাজন দুই একজনকে জিজ্ঞাসাবাদও করেছি। কিন্তু মেয়েটির এখনও সন্ধান পাওয়া যায়নি। তবে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে চেষ্টা চলছে মেয়েটি সর্বশেষ কার সঙ্গে কথা বলেছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads