সারা দেশ

রামগঞ্জে আগুনে ভস্মীভূত যুবকের প্রবাসে যাওয়ার স্বপ্ন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২ মার্চ, ২০২৩

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
রামগঞ্জে বিদ্যুতের মিটার থেকে আগুন লেগে ছয়টি ঘর পুড়ে গেছে। এ সময় সাকিলের (২৫) সৌদী আরব যাওয়ার জন্য ঘরে রাখা ৩ লক্ষ টাকাও পুড়ে ছাই হয়ে যায়। বুধবার রাত সাড়ে ১১টায় উপজেলার নোয়াগাও ইউনিয়নের পূর্ব নোয়াগাও মোস্তান বাড়িতে এ ঘটনা ঘটে। উপজেলা ফাযার সার্ভিসের ডিউটি অফিসার শাহাদাত হোসেন আগুনের বিষয়টি নিশ্চিত করেন। উপজেলা নির্বাহী অফিসার বৃহস্পতিবার ১০টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইউপি সদস্য রফিক আহমেদসহ স্থানীয়রা জানান, মোস্তান বাড়ির শাহাজানের ঘরের বিদ্যুতের মিটার থেকে আগুনের সূত্রপাত হয়ে আবুল কাশেম, আনোয়ার হোসেন, শাহাজানের ছয়টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এর মধ্যে দোচালা ঘর তিনটি ও চারচালা ঘরতিনটি। ক্ষতিগ্রস্থ তিনজনই আপন ভাই। এ ছাড়াও তাদের মামাতো ভাই আউয়ুব আলীর ঘরের কিছু অংশ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের লোকজন আসার আগে ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে এনেছে ফায়ার সার্ভিস। এ সময় ঘরগুলোতে থাকা আনোয়ার হোসেনের ছেলে সাকিলের সৌদী আরব যাওয়ার জন্য রাখা ৩ লক্ষ টাকাসহ নগদ অর্থ, আলমিরা,ফ্্রীজসহ কোন মালামাল রক্ষা করা যায়নি। এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করছেন তারা।
নোয়াগাও ইউপি চেয়ারম্যান সোহেল পাটোয়ারী বলেন, আগুনের লাগার সাথে সাথে সবাই ঘর থেকে বাহির হয়ে চলে আসে এতে কেউ হতাহত হয়নি। তবে নগদ টাকা সহ ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।
উপজেলা ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহাদাত হোসেন বলেন, শে্টশন অফিসার কামরুল হাসানের নেতৃত্বে আমাদেও টিম আগুন নিয়ন্ত্রনে কাজ করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি, দূর্ঘটনাটি দুঃখজনক। ক্ষতিগ্রস্থ পরিবারকে সরকারের যতটুকু সহযোগিতা প্রয়োজন আমি দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads