ক্যাম্পাস

রাবি ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু ৭ মার্চ

  • রাবি প্রতিনিধি
  • প্রকাশিত ৯ ফেব্রুয়ারি, ২০২১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের (স্নাতক) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে আগামী ৭ মার্চ। অনলাইনে এই আবেদন চলবে ১৮ মার্চ পর্যন্ত। চূড়ান্ত আবেদন ২৩ মার্চে শুরু হয়ে চলবে ৩১ মার্চ পর্যন্ত। এবার প্রতি ইউনিটে ৪৫ হাজার ভর্তিচ্ছু নেয়া হবে।

আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এম. আবদুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা-সংক্রান্ত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গতবছর লিখিত পদ্ধতিতে পরীক্ষা নেয়া হলেও এ বছর শুধু বহুনির্বাচনী প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস করছেন যেসব শিক্ষার্থীই পরীক্ষায় অংশ নিতে পারবেন। ফলে দ্বিতীয় বার ভর্তির সুযোগ থাকছে না।

তিনি আরও বলেন, এবার ভর্তি পরীক্ষায় মোট আসন সংখ্যা ৪১৯১ লটি। তিনটি ইউনিটে পরীক্ষা হবে। এ ইউনিটে (কলা, আইন, সমাজ বিজ্ঞান, চারুকলা অনুষদ ও শিক্ষা গবেষণা ইনস্টিটিউট) আসন সংখ্যা ২০১৯টি, বি ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট) ৫৬০টি এবং সি ইউনিটে (কৃষি ও বিজ্ঞান অনুষদ)ইউনিটে ১৬১২টি আসন রয়েছে। প্রতি ইউনিটকে তিনটি আলাদা শিফটে ভাগ করে তিন সপ্তাহজুড়ে পরীক্ষা নেয়া হবে। সপ্তাহের যে কোনো একদিনে একটি ইউনিটের সব শিফটের পরীক্ষা হবে। তবে এখনও ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়নি বলে জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads