রাবির সাবেক ভিসি অধ্যাপক আলতাফ হোসেন আর নেই

প্রতিনিধির পাঠানো ছবি

ক্যাম্পাস

রাবির সাবেক ভিসি অধ্যাপক আলতাফ হোসেন আর নেই

  • রাবি প্রতিনিধি
  • প্রকাশিত ৫ নভেম্বর, ২০২০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক ভিসি ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. আলতাফ হোসেন ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার সকালে নিজ বাস ভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের জানাজা নামাজ বাদ জোহর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে চাঁপাইনবাবগঞ্জ এর চাঁদলাই পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

অধ্যাপক ড. আলতাফ হোসেন বিশ্ববিদ্যালয়ের ২০০৫ থেকে ২০০৮ এর মে পর্যন্ত ১৯ তম ভিসির দায়িত্ব পালন করেন। ২০১১ সালে পূর্ণ অবসরে যান তিনি। এর আগে ভিসি ছাড়াও প্রোভিসি, ডিন ও শিক্ষক সমিতির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক আলতাফ হোসেন সম্পর্কে রাবি শিক্ষা পরিষদের সদস্য অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, দলমত নির্বিশেষে একজন স্বজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন অধ্যাপক হোসেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং মিষ্টভাষী হিসেবে তার পরিচিতি ছিলো।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads