রাবির ভর্তি পরীক্ষা সোমবার

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)

সংগৃহীত ছবি

শিক্ষা

রাবির ভর্তি পরীক্ষা সোমবার

জালিয়াতি রোধে সচেষ্ট প্রশাসন

  • রাবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ অক্টোবর, ২০১৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সব প্রস্তুতি শেষ হয়েছে। তাছাড়া ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধে সচেষ্ট রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শুক্রবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভিসি অধ্যাপক এম আবদুস সোবহান।

এর আগে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার এক লিখিত বক্তব্যে বলেন, এবারের পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৫টি ইউনিটের আওতায় ৪ হাজার ৭০০ আসনের বিপরীতে মোট ১ লাখ ৪৭ হাজার ৭৫০টি প্রবেশপত্র সংগ্রহ করা হয়েছে।

এদিকে কোনো ধরনের জালিয়াতি করার সুযোগ নেই উল্লেখ করে প্রশাসন কয়েকটি পদক্ষেপ নিয়েছে। তা হলো, অসাধু চক্রের সদস্যদের তাৎক্ষণিক শাস্তি বিধানে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত, পরীক্ষা চলাকালীন মেডিকেল টিম, ক্যাম্পাসে বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু রাখা।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান আল-আরিফ, রেজিস্ট্রার অধ্যাপক ড. এমএ বারী, ছাত্র উপদেষ্টা অধাপক ড. লায়লা আরজুমান বানু প্রমুখ। উল্লেখ্য, ভর্তি পরীক্ষা আগামী ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads