রাতের আঁধারে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে...

প্রতীকী ছবি

সারা দেশ

রাতের আঁধারে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে...

  • গৌরনদী প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ অগাস্ট, ২০২১

রাতের আঁধারে স্বামী পরিত্যক্তা এক নারীর সঙ্গে দেখা করতে গিয়ে এলাকাবাসীর গণপিটুনীর শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মামুন বেপারী (৩৫) নামে এক যুবক। তিনি ওই ওই গ্রামের মজিবর বেপারীর ছেলে। ঘটনাটি উপজেলার বেজগাতী গ্রামে।

মামুন বেপারী জানান, গত দুই বছর ধরে একই গ্রামের তালাকপ্রাপ্তা এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক চলছিল। গত ৯ আগস্ট রাতে বিদেশ যাওয়ার বিষয়ে কথা বলার জন্য তার প্রেমিকার বসতঘরে অবস্থান করেন। পরবর্তীতে প্রেমিকার বসতঘর থেকে বের হয়ে রাস্তায় এলে স্থানীয় হূদয় সরদার, মন্নান শিকদার, হাফেজ হাওলাদার ও রাশেদ হাওলাদারসহ একাধিক ব্যক্তিরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে। এঘটনায় তিনি (মামুন) থানায় লিখিত অভিযোগ করেছেন বলেও উল্লেখ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads