• শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ | ২৮ চৈত্র ১৪৩১ | ২৮ শাওয়াল ১৪৪৬
রাণীনগরে হেরোইনসহ মাদক বিক্রেতা আটক

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

রাণীনগরে হেরোইনসহ মাদক বিক্রেতা আটক

  • রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত ৪ অক্টোবর, ২০১৯

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ২৭ গ্রাম হেরোইনসহ মো: ফাইন (২০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম বালুভরা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত ফাইন উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের মৃত আয়নাল হকের ছেলে।

জানা গেছে, নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই মিজানুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকষ দল গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক বিক্রেতা ফাইনকে আটক করা হয়। আটককালে তার নিকট থেকে ২৭ গ্রাম হেরোইন উদ্ধার করে ডিবি পুলিশ। এ ঘটনায় রাণীনগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads