রাণীনগরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১ কেজি গাঁজাসহ গ্রেপ্তারকৃত মাদক কারবারি হক সাহেব (৫২)

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

রাণীনগরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত ৮ সেপ্টেম্বর, ২০১৯

নওগাঁর রাণীনগরে ডিবি পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ হক সাহেব (৫২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ রবিবার সকালে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মিজানুর রহমান মিজানের নেতৃতে অভিযান চালিয়ে উপজেলার একডালা ইউনিয়নের পাচুপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত হক সাহেব নাটোর জেলার সিংড়ার রামনগর গ্রামের মৃত বেলাল আলী প্রামানিকের ছেলে।

নওগাঁ জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মিজানুুর রহমান মিজান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাচুপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ ওই মাদক ব্যাসায়ীকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads