সমৃদ্ধি কর্মসূচির আওতায় উন্নয়নে যুব সমাজের অংশগ্রহণে জাতীয় যুব দিবস-২০১৮ইং উদযাপন উপলক্ষে ‘পল্লী কর্ম সহায়ক ফাউ্লেশন (পিকেএসএফ)’ এর সহযোগীতায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের গণ উন্নয়ন প্রচেষ্টা (জিইউপি) এর বাস্তবায়নে আজ সকাল ৯টায় গণ উন্নয়ন প্রচেষ্টার সমৃদ্ধি ইউনিট অফিস থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তি কেন্দ্রে এসে র্যালিটি শেষ হয়।
র্যালি শেষে শান্তি কেন্দ্রের হল রুমে সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী শংকর চন্দ্র ঘোষ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার মোঃ খায়রুল মর্তুজা মজুমদার, সমাজ উন্নয়ন কর্মকর্তা যোগানন্দ মধু প্রমুখ । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।