ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী-এর সহায়তায় ও সিসিবিভিও-রাজশাহীর আয়োজনে দিনব্যাপী রক্ষাগোলা নেতৃবৃন্দের নেতৃত্বে উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার রাজশাহীর রাজাবাড়ীহাটে এ কর্মসূচীর আয়োজন করা হয়।
“রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী”-এর আওতায় ১৫টি রক্ষাগোলা সংগঠনের ৩০ জন নেতৃবৃন্দের অংশগ্রহণে সিসিবিভিও শাখা কার্যালইয়ে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন গোদাগাড়ী উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ কুমার সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিবিভিওর নারী উন্নয়ন কর্মকর্তা চন্দনা সরকার, ইমরুল সাদাত মিলন।
প্রশিক্ষণের আলোচ্য বিষয় হলো, রক্ষাগোলা সংগঠনের কাঠামোগত নেতৃত্বের প্রয়োজনীয়তা, নেতৃত্ব ও নেতৃত্বের ধরণ, রক্ষাগোলা সংগঠনে নেতৃত্বের ভূমিকা, জনগণের চাহিদা যাচাই এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রমে জনগণকে অংশগ্রহণ করানোর প্রক্রিয়া ও বরেন্দ্র এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমস্যা, সমাধানের উপায় ও নেতৃত্বের ভূমিকা নিয়ে দলীয় কাজ।
প্রশিক্ষণটি পরিচালনা করেন প্রশিক্ষণ সমন্বয়কারী নিরাবুল ইসলাম এবং তাকে সার্বিকভাবে সহায়তা করেন সমাজ সংগঠক শ্রী মানিক এক্কা।