রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকাল পৌনে ১০টার দিকে ঘটনা ঘটে। নিহত বিদ্যুৎ হোসেন (৩২) কাঠালবাড়িয়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে।
কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী বিদ্যুৎকে চাপ দিলে তিনি গুরুত্বর আহত হন। এ সময় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।