রাজশাহী ব্যুরো:
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে বাজার মনিটরিংয়ে বেরিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। পরিচ্ছন্নতা অভিযানের পর ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনের পাশাপাশি এবার রাজশাহী নগরীর বিভিন্ন বাজার মনিটরিং করেন শিক্ষার্থীরা।
শুক্রবার ( ৯ আগস্ট) সকালে নগরীর সাহেব বাজারসহ বিভিন্ন এলকায় কাঁচাবাজার এবং অন্য বাজার গুলো মনিটরিং করেন তারা।
শিক্ষার্থীরা কাঁচাবাজার, মাছ বাজার, মাংসের বাজারে মূল্যতালিকা দেখছেন। তালিকা অনুযায়ী ঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তাও দেখেন শিক্ষার্থীরা। এ সময় তারা বাজারের সব বিক্রেতাকে বলে আসেন তারা যেন কোনো ধরনের চাঁদাবাজি না করেন, নিজেরাও যেন কাউকে চাঁদা না দেন। এ ছাড়া অযথা দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলারও আহ্বান জানান তারা। এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য পাইকারি বাজারের সিন্ডিকেটকে দায়ী করেন বিক্রেতারা। এ ছাড়া চিনি স্টক করে রাখা, মাছ ও মুরগির ওজনে কারচুপি, বাজারে চাঁদাবাজি এবং রাস্তার ওপর দোকানপাট পর্যবেক্ষণ করা হয়।
শিক্ষার্থীরা বলেন, যদি কোনো পণ্যের দাম অযথা বাড়ানো হলে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।