রাজনগরে দায়িত্বরত পুলিশ কনেস্টেবলের মৃত্যু!

নিহত কনস্টেবল আব্দুছ সাত্তার

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

রাজনগরে দায়িত্বরত পুলিশ কনেস্টেবলের মৃত্যু!

  • কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ৭ অগাস্ট, ২০১৯

মৌলভীবাজারের রাজনগর থানার কনস্টেবল আব্দুছ সাত্তার (৫৭) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।

আাজ বুধবার (০৭ আগস্ট) মৌলভীবাজার সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

তিনি রাজনগর থানায় জুনিয়র সেরেস্তাদার (মুন্সী) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বাসিন্দা। তার স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে রয়েছে।

রাজনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাসিম জানান, মঙ্গলবার ০৬ আগস্ট রাত আনুমানিক ১২ টায় দায়িত্বপালনকালে আব্দুছ সাত্তার বুকে ব্যথা অনুভব করেন। দ্রুত তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, সকালে নিহত আব্দুছ সাত্তারের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads