রাজধানীর মালিবাগ এলাকায় আবুল হোটেলের সামনে অবস্থান নিয়ে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারাখানার শ্রমিকরা।
হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ জানান, কয়েকটি কারখানার একদল শ্রমিক রোববার সকাল সাড়ে ৮টার দিকে আবুল হোটেলে সামনে অবস্থান নেয়।
পরে পুলিশ গিয়ে বেলা সাড়ে ১১টার দিকে তাদের ‘বুঝিয়ে’ সড়ক থেকে সরিয়ে দেয় বলে ওসির ভাষ্য।
বিক্ষোভে অংশ নেওয়া উজ্জ্বল নামের একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি ডিআইটি রোডের ‘তাহসিন ফ্যাশনসের’ সুইং শাখায় কাজ করেন।
“আমাদের ফেব্রুয়ারি আর মার্চ মাসের বেতন এখনও দেয়নি। একবার ১৫ এপ্রিল তারিখ দিয়েছিল, কিন্তু টাকা দেয়নি। পরে ২৬ এপ্রিল আবার তারিখ দেয়।
`কিন্তু শনিবার থেকে মালিকপক্ষের লোকজন নারী শ্রমিকদের ফোন করে জানায়, বিকাশ নম্বর দিলে তারা দুই হাজার টাকা করে পাঠাবে। এই ধরনের টালবাহানা করার কারণে আজ আমরা সড়কে নামতে বাধ্য হই।'
উজ্জ্বল বলেন, পুলিশ এসে ২৮ এপ্রিল বকেয়া বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিলে তারা সড়ক থেকে সরে যান।





