দিন যতই গড়াচ্ছে, ঢাকায় তীব্র থেকে তীব্রতর হচ্ছে যানজট। সাথে বাড়ছে শব্দ দূষণও। অফিস সময় শুরু হতেই রাজধানীর প্রায় প্রতিটি সড়কে গাড়ির দীর্ঘ জটলায় অসহনীয় হয়ে উঠছে জনজীবন।
ঘণ্টার পর ঘণ্টা সড়কে পড়ে থাকতে হচ্ছে মানুষকে। এই দুর্ভোগ থেকে কীভাবে মুক্তির উপায় বলতে পারছে না কেউ।
রোজায় ঢাকায় আরও তীব্র হয়ে উঠেছে যানজট। সকাল থেকেই রাজধানীর বনানী থেকে মহাখালী, সাতরাস্তা, মগবাজার এলাকার সড়কগুলোতে রয়েছে তীব্র যানজট।
যানবাহনের চাপ আছে তেজগাঁও লিংক রোড, বেগুনবাড়িসহ তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ভেতরের সব গলিতেও।
মিরপুর-গাবতলী সড়কেও লম্বা সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। ফলে অনেককেই হেঁটে যেতে হচ্ছে গন্তব্যে ।