রাজধানীর নয়াপল্টনে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ৩

সংগৃহীত ছবি

মহানগর

রাজধানীর নয়াপল্টনে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ৩

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩০ এপ্রিল, ২০২০

রাজধানীর নয়াপল্টনে স্টাইল জোন নামের একটি সেলুনে এসি বিস্ফোরণে তিনজন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করানো হয়েছে।

গতকাল বুধবার (২৮ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে পল্টন থানার উল্টোদিকে ৪৪ নম্বর নয়াপল্টনের চারতলায় এ দুর্ঘটনাটি ঘটে। দগ্ধদের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কামরুল হাসান জানান, ওই সেলুনে রাতে চুল কাটানোর কাজ চলছিল। পরে সেলুনের ভেতরের এসি বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তিনজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে। সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে পাঠানো হয়।

পল্টন থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, সেলুনের শাটার লাগিয়ে ভেতরে চুল কাটানোয় এসি বিস্ফোরণ হলে ভেতরে থাকা তিনজন বের হতে পারেননি। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads