রাজধানীর দক্ষিণখানে এক বাসায় ৩ লাশ উদ্ধার

প্রতীকী ছবি

মহানগর

রাজধানীর দক্ষিণখানে এক বাসায় ৩ লাশ উদ্ধার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৪ ফেব্রুয়ারি, ২০২০

রাজধানীর দক্ষিণখান থানার কেসি স্কুলের পেছনে একটি বাড়ি থেকে দুই শিশু এবং এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) আনুমানিক সাড়ে ৫টার দিকে খবর পেয়ে দক্ষিণখান থানার পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। এখনো তারা ওখানে অবস্থান করছেন।

দক্ষিণখান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) কে এম মনছুর বিষয়টি নিশ্চিত করে বলেন , আমরা জানতে পেরেছি ওই বাসা থেকে মরদেহ উদ্ধার করা হচ্ছে। পুলিশ কর্মকর্তারা সেখানে আছেন। বিস্তারিত পরে জানানো হবে।

উত্তরা ডিভিশনের ডিসি নাবিদ কামাল শৈবাল জানান, উদ্ধার করা নারী শিশু দুটির মা। ওই নারীর বয়স আনুমানিক ৪২। উদ্ধার বাকি দুটি মরদেহ ছেলে ও মেয়ে শিশুর। তাদের বয়স যথাক্রমে ১২ ও ৩ বছর।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads