রাজধানীতে ২৪ জনকে ৫২ হাজার টাকা জরিমানা

সংগৃহীত ছবি

মহানগর

অহেতুক ঘোরাফেরা

রাজধানীতে ২৪ জনকে ৫২ হাজার টাকা জরিমানা

দু'টি প্রতিষ্ঠানকে নকল মাস্ক তৈরির জন্য প্রায় ৩ লাখ টাকা জরিমানা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৯ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিত, অহেতুক বাসার বাইরে ঘোরাঘুরি বন্ধে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত আছে।

আজ রবিবার নয়াবাজার এবং মিডফোর্ড এলাকায় ব্যাক্তিগত গাড়ি নিয়ে অহেতুক ঘোরাফেরা করায় ২৪ জনকে ৫২ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব এর ভ্রাম্যমান আদালত। এছাড়া, নকল ও নিম্নমানের মাস্ক তৈরি করায় দু'টি প্রতিষ্ঠানকে দুই লাখ পঁচাত্তর হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এরই মধ্যে সমগ্র বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণার পাশাপাশি জনগণের জন্য তিনটি আদেশও জারি করা হয়েছে। সেগুলো হলো : করোনা ভাইরাসের সংক্রমণ প্রশমনে জনগণকে অবশ্যই ঘরে থাকতে হবে।

অতি জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না। এক এলাকা থেকে আরেক এলাকায় চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কেউ ঘরের বাইরে বের হতে পারবে না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads