রাজধানীতে নারী সাংবাদিকের লাশ উদ্ধার

সংগৃহীত ছবি

মহানগর

রাজধানীতে নারী সাংবাদিকের লাশ উদ্ধার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ জুলাই, ২০২২

রাজধানীর হাজারীবাগে নিজ বাসা থেকে সোহানা তুলি (৩৮) নামে এক সাংবাদিকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সোহানার বাড়ি যশোর সদরের বটতলা এলাকায়। তিনি ২০১৮ সালের ডিসেম্বর থেকে হাজারীবাগের এই বাসায় থাকতেন।

জানা গেছে, সোহানা দৈনিক আমাদের সময়, দৈনিক কালের কণ্ঠ এবং সর্বশেষ ২০২০ সাল পর্যন্ত বাংলা ট্রিবিউনে কর্মরত ছিলেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং সাব-এডিটর কাউন্সিলের সদস্য ছিলেন। সম্প্রতি একটি অনলাইন শপ খুলে নারী উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তুলি।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads