রমজানে বাজার মনিটরিং করছে ভ্রাম্যমাণ আদালত

বগুড়া শেরপুরে রমজানে বাজার মনিটরিং করছে ভ্রাম্যমাণ আদালত

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

রমজানে বাজার মনিটরিং করছে ভ্রাম্যমাণ আদালত

  • শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ মে, ২০১৯

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বাজার মনিটরিং অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের টিম। গত বৃহস্পতিবার (৯ মে) বিকেলে শেরপুর উপজেলার বিভিন্ন বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী শেখ এর নেতৃত্বে এই মনিটরিং করা হয়।

এ সময় মূল্যতালিকা ঝুলানে, ভেজাল খাদ্য, ওজন কম না দেয়া, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, খাবার ঢেকে রাখা, পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার করা, মেয়াদ-উত্তীর্ণ পণ্য/ঔষুধ না রাখার বিষয়ে দোকান-মালিক ব্যবসায়ীদের সর্তক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়াও মূল্যতালিকা না ঝুলানো, পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখা, পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় হোটেল জলযোগ, হোটেল চৈতী, দই ঘর, হোটেল বৈকালী, হোটেল ভি আই পি ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ দোকানে রাখার অপরাধে মেসার্স আসমা ফার্মেসি এবং মাহী মেডিসিন কর্নারকে ৫ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী শেখ জানিয়েছেন, পুরো রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং হবে। এ সময় বাজার মনিটরিংয়ের ৩টি কমিটি সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads