গেল বছরের নভেম্বরে চার হাত এক হলো বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি দীপিকা পাডুকোন ও রণবীর সিংয়ের। বিয়ের পর থেকেই বেশ সুখেই দিন পার করছেন এই নবদম্পতি। কিন্তু তারপরও কেন জানি তাদের পিছু ছাড়ছে না রণবীর কাপুরের নামটি।
দীপিকা ও রণবীর কাপুরের প্রেমের সম্পর্ক ছিল বলিউডের ওপেন সিক্রেটের মতো। তবে এখন তাদের সম্পর্কের বিচ্ছেদের কাহিনীও সবার জানা। সম্পর্কের বিচ্ছেদ হয়েছে তো কী? এরপরও তারা একসঙ্গে কাজ করেছেন বেশ কয়টি ছবিতে।
সম্প্রতি এক অনুষ্ঠানে রণবীর সিংকে প্রশ্ন করা হয় যে, দীপিকা ও রণবীর কাপুরের একসঙ্গে কাজ করা নিয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভোগেন কি না? এর উত্তরে রণবীর সিং বলেন, ‘আমাকে দেখে কি মনে হয় যে আমি এই বিষয় নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগী?’ সঙ্গে তিনি আরো বলেন, ‘দীপিকাকে আমার থেকে বেশি কেউ ভালোবাসতে পারবে না।’ রণবীর সিংয়ের এই ছোট্ট উত্তর থেকেই বোঝা যায় যে দীপিকা ও তার সাবেক প্রেমিক রণবীর কাপুরের একসঙ্গে কাজ করা নিয়ে তার কোনো সমস্যা নেই। এমনকি রণবীর কাপুর ও রণবীর সিংকে প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে বেশ বন্ধুত্বপূর্ণ আচরণের সঙ্গে একসঙ্গে দেখা যায়।
এই ঘটনার পর দীপিকাও গণমাধ্যমে বলেন, ‘রণবীর শুধু আমার স্বামী নয়, সে আমার ভালো বন্ধু। আমাদের বোঝাপড়ার জায়গাটা ভালো বলেই আমরা বিয়ে করেছি। আর বিয়েটা কোনো সন্দেহ করার সম্পর্ক নয়। এ ছাড়া পেশাদার জায়গাটা আমার ব্যক্তিগত। এখানে আমি কার সঙ্গে অভিনয় করব সেই সিদ্ধান্তটা একান্ত আমার।’
এ ছাড়া সম্প্রতি ভারতের কোচির এক অনুষ্ঠানে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকাকে প্রশ্ন করা হয় তার স্বামী রণবীর সিংয়ের এনার্জির বিষয়ে। এ সময় সাক্ষাৎকারে দীপিকা বলেন, আমি আসলেই জানি না বাসা থেকে বের হওয়ার পর রণবীরের কি হয়। রণবীর খুব আবেগপ্রবণ। একেবারে ছেলেমানুষের মতো। কিন্তু খুবই বুদ্ধিদীপ্ত। ওর যে অফুরন্ত এনার্জি রয়েছে, সেটাকেও অস্বীকার করা যায় না। তবে ও সবার সঙ্গে মিশতে পছন্দ করে এবং ওর মধ্যেও একটা শান্ত দিক রয়েছে। এ ছাড়া দীপিকা আরো জানান, তিনি রোজ সকালে রণবীর সিংকে শুধু বাদাম ও নারকেলের পানি খেতে দেন! যা-ই মূলত তার সকল এনার্জির রহস্য।