বর্তমানে চুলে রঙ করা যেন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। অনেকে ফ্যাশনের জন্য চুলে রঙ করেন। কেউ-বা আবার পাকা চুল আড়াল করতে চুলে রঙ করেন। উপলক্ষটা যা-ই হোক, রঙিন চুলের জন্য চাই বাড়তি যত্ন। নইলে চুলের রঙ বেশি দিন টিকবে না। এক্ষেত্রে প্রয়োজনীয় কিছু তথ্য তুলে ধরা হলো।
১. বিউটিশিয়ানদের মতে, রঙিন চুলের জন্য একধরনের বিশেষ শ্যাম্পু পাওয়া যায়। তবে কেনার সময় সতর্ক থাকুন। দেখে নিন, যে শ্যাম্পু কিনছেন তা রঙ করা চুলে ব্যবহারের উপযোগী কি-না। ঘন ঘন শ্যাম্পু করার বদভ্যাসও ত্যাগ করুন।
২. চুল রঙ করার পর মাথায় রোদ লাগাবেন না। যখনই বাইরে বের হবেন স্কার্ফ বা ওড়না দিয়ে চুল ঢেকে রাখুন। বৃষ্টির পানি থেকেও বাঁচাতে হবে চুল।
৩. যারা সাঁতার কাটেন, তারা চুলে তেল মেখে চুল বেঁধে পানিতে নামুন। চুলে যত কম পানি লাগাবেন, ততই ভালো।
৪. পানির ক্লোরিন চুলের রঙ নষ্ট করে। তাই চুল ধোয়ার সময় পরিশুদ্ধ পানি ব্যবহার করুন। তবে গরম পানি দিয়ে চুল ধোবেন না। এতে চুলের কিউটকলের ক্ষতি হয়। মাথার ত্বকেরও ক্ষতি হয়। চেষ্টা করুন সালফারবিহীন শ্যাম্পু ব্যবহার করতে।
৫. শ্যাম্পুর পর কন্ডিশনার লাগানোর অভ্যাস থাকলে চুলের রঙ ধরে রাখতে চাইলে তা বাদ দিন। বরং কন্ডিশনার লাগানোর পর করুন শ্যাম্পু।
মুয়ীদ বিন খালেদ