রংপুর রাইডার্সকে রক্ষায় এবার আসলেন ডি ভিলিয়ার্স

রংপুর রাইডার্সকে রক্ষায় এবার আসলেন ডি ভিলিয়ার্স

ছবি : সংগৃহীত

বিপিএল

রংপুর রাইডার্সকে রক্ষায় এবার আসলেন ডি ভিলিয়ার্স

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ জানুয়ারি, ২০১৯

দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবারের ষষ্ঠ আসরে পরিপুর্ণতা পেয়েছে ক্রিস গেইল, শহিদ আফ্রিদি, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথের উপস্থিতি। তবু একটি জায়গায় মিসিং ছিল টুর্নামেন্ট জুড়ে। ৩৬০ ডিগ্রি খ্যাত এবি ডি ভিলিয়ার্সের চার-ছক্কার ফুলজুড়ি মিস করছেন সমর্থকরা।

রংপুর রাইডার্স কর্তৃপক্ষ আরও বেশি মিস করছে ভিলিয়ার্সের সার্ভিস, কেননা ৬ ম্যাচের চারটিতেই হেরেছে গত আসরের চ্যাম্পিয়নরা। পয়েন্ট তালিকায় রয়েছে পাঁচ নাম্বারে।

অপেক্ষার অবসান ঘটছে এবার। আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশে এসে পৌঁছেছেন দক্ষিণ আফ্রিকান তারকা এই ব্যাটসম্যান।

সিলেট পর্বের প্রথম ম্যাচ থেকেই খেলার কথা থাকলেও ছিলেন না বুধবার সিলেট সিক্সার্সদের বিপক্ষের ম্যাচে। দলও হেরেছে ২৭ রানে।

তবে আশা করা যায় আগামী শনিবার সিলেটের সঙ্গে ফিরতি ম্যাচে রংপুরের জার্সিতে দেখা যাবে এই বিস্ফোরক ব্যাটসম্যানকে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) মাতানো এই ক্রিকেটার প্রথমবারের মতো অংশ নিচ্ছে বিপিএলে। ২৬১টি টি-টোয়োন্টি ম্যাচ খেলে ১৪৮.৪৪ গড়ে ৬ হাজার ৯শত ৩১ রান করেছেন ৩৪ বছর বয়সী এই ব্যাটসম্যান।

উল্লেখ্য গত বছর সবাইকে চমকে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ডি ভিলিয়ার্স। তারপর থেকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ টি-টোয়েন্টি লিগে খেলে যাচ্ছেন তিনি। নিকট ভবিষ্যতে পাকিস্তানেও খেলতে যাবেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads