নিহার সরকার, জাককানইবি
সময়টা শীতকাল। এখন কেউ দামি ট্রাকসুট পরে চলে আর কেউবা ছেঁড়া, পাতলা পোশাক। অর্থের অভাবে এদের শীত, গ্রীষ্ম, বর্ষা কাটে একইভাবে। এই দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থীদের সংগঠন রংধনু। সদস্যরা গড়ে তুলেছে মানবতার দেয়াল।
বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস সংলগ্ন নজরুলের স্মৃতিবিজড়িত বটতলার পাশে রংধনু সংগঠনটি গড়ে তুলেছে মানবতার দেয়াল। ইতোমধ্যে দেশের বিভিন্ন জায়গায় ব্যক্তিগত উদ্যোগে ও বিভিন্ন সংগঠন গড়ে তুলছে এই মানবতার দেয়াল। সহযোগিতার এই প্রক্রিয়াটি অল্প সময়ে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।
মানবতার দেয়ালটি বিশ্ববিদ্যালয়ের বাইরের বটতলা সংলগ্ন হওয়ায় এলাকার দরিদ্র মানুষেরা প্রয়োজনীয় কাপড় সংগ্রহ করতে পারবে খুব সহজেই। দেয়ালটির কার্যক্রম শুরু করার পর অনেকেই নিজের অপ্রয়োজনীয় কাপড় রেখে যাচ্ছে এবং অনেকেই সেখান থেকে নিজের প্রয়োজনীয় কাপড় নিতে পাড়ছে।
সংগঠনটি এর আগেও কিছু ব্যতিক্রম কাজ করে আলোচনায় এসেছে। যার মধ্যে অন্যতম হলো গ্রামের দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, বৃক্ষরোপণ, ফ্রি ব্লাড গ্রুপিং।
সংগঠনটির সভাপতি শাওন জুবায়েদ বলেন, আমরা স্বেচ্ছা শ্রমের মধ্য দিয়ে বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চাই। প্রাণ প্রকৃতির সাথে মিশে দেশটাকে একসাথে ভালোবাসতে চাই। সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শিমুল বলেন, মানবতার দেয়াল সংগঠনটির ধারাবাহিক কার্যক্রমের অংশ। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সহযোগিতা দেখে যেন অন্যরাও এগিয়ে আসে ও অনুপ্রাণিত হয় এটাই আমাদের প্রত্যাশা। আর যেহেতু বিশ্ববিদ্যালয়টি গ্রাম বেষ্টিত। গ্রামের অনেকেই দরিদ্রতার সাথে লড়ছেন। তাই তাদের কথা বিবেচনা করেই এই পদ্ধতি অনুসরণ করেছি। এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর বলেন শিক্ষার্থীদের এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ভালো কাজের পাশে থাকবে।