যুবতীকে হত্যা করে নদীতে ভাসিয়ে দেওয়া হলো লাশ

মানচিত্রে বরিশাল

সংগৃহীত ছবি

অপরাধ

যুবতীকে হত্যা করে নদীতে ভাসিয়ে দেওয়া হলো লাশ

  • গৌরনদী প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ নভেম্বর, ২০১৮

অজ্ঞাত পরিচয়ের (১৮) এক যুবতীকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে নদীতে লাশ ভাসিয়ে দেয়া হয়েছে। বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ স্টিমার ঘাটা এলাকায় পালরদী নদীতে লাশ ভাসতে দেখে মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ বৃহস্পতিবার দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্ত্রের জন্য বরিশাল মর্গে প্রেরন করেছে।

গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সগীর হোসেন জানান, অজ্ঞাতনামা (১৮) এক যুবতীকে তার ব্যবহৃত ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা। পরবর্তীতে লাশটি নদীতে ভাসিয়ে দেয়। গৌরনদী থানা পুলিশকে অবহিত করলে পুলিশ দুপুর ১টা ঘটনাস্থলে পৌছে অজ্ঞাতনামা যুবতীর লাশ উদ্ধার করে সুরাতহাল রিপোর্ট তৈরী শেষে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত লাশের গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে যুবতীকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ভাসিয়ে দেয়া হয়েছে। হত্যার আগে ধর্ষণ করা হয়েছে কিনা তাও পরীক্ষা করা হবে। এ ঘটনায় থানার এসআই আলমীর হোসেন বাদি হয়ে অজ্ঞাত নামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads