প্রাণঘাতী করোনাভাইরাসে পরাক্রমশালী দেশ যুক্তরাষ্ট্র এখন মৃত্যুপুরী। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ১৭৯ এবং আর মারা গেছে ২ হাজার ৭৩১ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৪৫ হাজার ছাড়ালো।
করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত ৮ লাখ ১৮ হাজার ৭৪৪ জন। মারা গেছে ৪৫ হাজার ৩১৮ জন।
গত কয়েক দিন ধরে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা কমলেও নতুন করে ফের বাড়লো।
এদিকে বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যুর সংখ্যা এক লাখ ৭৭ হাজার ছাড়িয়েছে। এদিকে বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৫৬ হাজার ৭৪৫ জন। মারা গেছে ১ লাখ ৭৭ হাজার ৬১৯ জন।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম এই ভাইরাসের আবির্ভাব ঘটে। এর পর একে একে বিশ্বের ১৮০ টির বেশি দেশে ছড়িয়ে পড়ে এই ভাইরাস।