যুক্তরাষ্ট্রে ম্যাসাজ পার্লারে গুলি নিহত ৮

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে ম্যাসাজ পার্লারে গুলি নিহত ৮

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৮ মার্চ, ২০২১

যুক্তরাষ্ট্রের তিনটি বডি ম্যাসাজ পার্লারে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় গত মঙ্গলবার বিকালে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে এসব হামলা চালায় এক বন্দুকধারী। এতে কমপক্ষে ছয় এশীয় নারীসহ অন্তত আট জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

একই ব্যক্তি সবগুলো ঘটনা ঘটিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। গুলিবর্ষণের কয়েক ঘণ্টার মাথায় সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করে পুলিশ। তবে ঠিক কি কারণে এ বন্দুক হামলা চালানো হয়েছে, সেটি এখনো পরিষ্কার নয়। এদিন প্রথম হামলাটি ঘটে আটলান্টা শহর থেকে প্রায় ৪০ মাইল উত্তরে চেরোকি কাউন্টিতে।

কাউন্টির শেরিফ বিভাগের ক্যাপ্টেন জে বেকার জানান, ইয়ং’স এশিয়ান ম্যাসাজ পার্লারে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত এবং আরো একজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, সেখানে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। পরে তিন জনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে দুজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে তিন জনই নারী। তাদের মধ্যে দুজন এশীয় বংশোদ্ভূত এবং অন্যজন শ্বেতাঙ্গ। নিহত আরেক ব্যক্তি শ্বেতাঙ্গ পুরুষ বলে জানা গেছে।

গত মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৫টার দিকে ওই হামলা চালানো হয় বলে জানান জে বেকার। পরে আরো দুটি ম্যাসাজ পার্লার বা স্পায় বন্দুক হামলার ঘটনা ঘটে। এ সময় আরও চারজন নিহত হন।

শহরের পুলিশ প্রধান রডনি ব্রায়ান্ট জানান, প্রথম ঘটনার ৪৫ মিনিটের মাথায় ডাকাতির খবর পেয়ে গোল্ড ম্যাসাজ স্পা নামের আরেকটি স্পাতে ছুটে যায় পুলিশ সদস্যরা। সেখানে গিয়ে তারা গুলিবিদ্ধ তিন নারীর মরদেহ দেখতে পায়। এর মধ্যেই একই সড়কের অ্যারোমা থেরাপি স্পা নামের আরেকটি স্পা থেকে ফোন আসে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেখানেও গুলিবিদ্ধ আরেক নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশ।

এক পর্যায়ে সন্দেহভাজন হামলাকারী রবার্ট অ্যারন লং (২১)-কে গ্রেপ্তার করে পুলিশ। রাত সাড়ে ৮টার দিকে ক্রিস্প কাউন্টিতে নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ে সে। এ ঘটনায় স্পা ও ম্যাসাজ পার্লার এলাকাগুলোতে নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে। ঘটনার তদন্তে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে সহায়তা করছে এফবিআই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads